আজ
|| ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ফুলপুরে নাশকতার অভিযোগে সাবেক এমপিসহ ৬৪ জনের নামে মামলা
প্রকাশের তারিখঃ ২৭ আগস্ট, ২০২৪
মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে বিভিন্ন প্রকার অস্ত্র শস্ত্র নিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে কাটা রাইফেল ও শর্ট গান দিয়ে গুলি বর্ষণ করে নাশকতার মাধ্যমে অরাজকতা সৃষ্টির অভিযোগে সাবেক টানা তিনবারের এমপি ও সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদসহ ৬৪ জনের নামে ও অজ্ঞাত ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে মামলা হয়েছে। ২৫ আগস্টে উপজেলার পাইস্কা গ্রামের মিরাজ আলীর পুত্র ব্যবসায়ী আব্দুল কাদির বাদি হয়ে ফুলপুর থানায় ওই মামলা দায়ের করেন।
মামলায় সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান, সাবেক মেয়র মি. শশধর সেন, আওয়ামী লীগ নেতা বাদশা আলমগীর, তানজিল আহমেদ, মাহবুবুর রহমান, ইউপি চেয়ারম্যান শাহা আলী, আবুল কালাম আজাদ, রেজাউল হক রাসেল, ছাত্র লীগ নেতা ইরশাদ হোসাইন লিমন, তানিম আহমেদ শাওন, স্কুল টিচার বুলবুল ও বাবুল মাস্টারসহ ৬৪ জনের নামে ও অজ্ঞাত ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে মামলা করা হয়।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.