আজ
|| ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
কংশ নদ থেকে লাশ উদ্ধার
প্রকাশের তারিখঃ ২৭ আগস্ট, ২০২৪
অনলাইন ডেস্ক :
ময়মনসিংহের ফুলপুর-হালুয়াঘাট সীমানার মাঝখান দিয়ে প্রবাহিত কংশ নদ থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে। প্রথমত: লাশটির পরিচয় সনাক্ত করা যাচ্ছিল না। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে একটি স্ট্যাটাস দেওয়া হলে জানা যায় এটি আশরাফ মাস্টারের লাশ। উপজেলার বালিয়া ইউনিয়নের মৈশাউন্দা বাজারের উত্তরে কংশ নদের পাড়ে বিখ্যাত নন্দীবাড়ীর সন্তান তিনি।
আশরাফ মাস্টার ময়মনসিংহ সিটি কলেজিয়েট স্কুলের মেধাবী ছাত্র ছিলেন। কর্মজীবনে তিনি স্কুল শিক্ষকতা করতেন, প্রাইভেট পড়াতেন। ইংরেজীতে পারদর্শী এই শিক্ষক এক সময় অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে মানসিক ভারসাম্যতা হারিয়ে ফেলেন।
জানা যায়, সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। পরে আজ মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি দেখে তার পরিবারের লোকজন তার পরিচয় সনাক্ত করেন।
পরবর্তীতে হালুয়াঘাট থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। বুধবার দুপুর নাগাদ আশরাফ মাস্টারের মরদেহ তার পরিবারের কাছে পৌঁছাবে বলে জানা গেছে।
ছবি : কংস নদে পাওয়া আশরাফ মাস্টারের লাশ!
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.