আজ
|| ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শিক্ষার্থীদের প্রতি ধর্ম উপদেষ্টার নসীহত
প্রকাশের তারিখঃ ১৪ আগস্ট, ২০২৪
অনলাইন ডেস্ক :
অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হুসাইন শিক্ষার্থীদের উদ্দেশে কিছু মূল্যবান উপদেশ দিয়েছেন। উহা নিচে তুলে ধরা হলো :
০১. প্রতিদিন ১০ ঘন্টা পড়ালেখা করাকে ফরজ বানিয়ে নিন।
০২. জীবন অতি মূল্যবান, সময় অতি অল্প। এ অল্প সময়েই বিরাট কর্ম ও কীর্তি রেখে যেতে হবে।
০৩. প্রতিটি নিঃশ্বাস বহু মূল্যবান, প্রতিটি সেকেন্ড বহু মূল্যবান।
০৪. মোবাইলের ব্যবহার সীমিত করে দিন । আপনি যদি
সব সময় মোবাইল খোলা রাখেন মানুষ আপনাকে সব
সময় ব্যবহার করবে।
০৫. আপনাকে তো টিকে থাকতে হবে। অনেক কিছু অধ্যয়ন করতে হবে। আপনার সময় কোথায়!
০৫. আমি যে কোন জায়গায় গেলে সব সময় ল্যাপটপ ও বই নেই। আমি ০১ পৃষ্ঠা পড়তে পারলে মন্দ কী ! আমরা গাড়িতে চড়ে বিভিন্ন জায়গায় যাই ৷ সেই সময়টাকেও আমরা বই পড়ে মূল্যায়ন করতে পারি ৷ তারপর নাপিতের দোকানে চুল কাটাতে যাই ৷ সেখানে প্রায় সময় দীর্ঘ লাইন থাকে, সেই সময়টাতে আমরা হাতে ছোট্ট একটি পুস্তিকা নিয়ে পড়তে পারি।
০৬. যত পড়বেন তত আপনার জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ হবে ৷ লেখার বিষয় তৈরি হবে ৷ সব সময় মনে রাখতে হবে জীবন অতি মূল্যবান, সময় অতি স্বল্প।
০৭. বাংলা-আরবি-ইংরেজি এ তিন ভাষায় সর্বোচ্চ দক্ষতা অর্জন করতে হবে।
০৮. দুর্বল চিত্ত ও চরিত্রের অধিকারীদের দিয়ে মহৎ কাজ হয় না।
০৯. পৃথিবীর কোন যোগ্য মানুষ বেকার নেই।
পৃথিবীতে শ্রেষ্ঠ ও যোগ্য ব্যক্তিরই মূল্যায়ন হয়।
সুতরাং নিজেকে মূল্যবান হিসেবে গড়ে তুলুন।
* অনলাইন থেকে নেওয়া।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.