আজ
|| ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ফুলপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
প্রকাশের তারিখঃ ১২ আগস্ট, ২০২৪
মোঃ আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে বজ্রপাতে মোঃ মিজানুর রহমান (১৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার (১১ আগস্ট) বেলা আড়াইটার দিকে ফুলপুর সদর ইউনিয়নের ডেফুলিয়া গ্রামের রৌহা বিলে এ ঘটনা ঘটে। মিজান ওই গ্রামের কৃষক খোকনের পুত্র।
জানা যায়, মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে হঠাৎ বেহুঁশ হয়ে পড়ে যান তিনি। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সাদ মাহামুদ জয় তাকে মৃত ঘোষণা করেন। রবিবার রাত সাড়ে ৯টায় তার নিজ বাড়িতে মিজানের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.