আজ
|| ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ফুলপুরে ট্রাফিক ও পরিচ্ছন্নতার কাজ করছেন শিক্ষার্থীরা
প্রকাশের তারিখঃ ৭ আগস্ট, ২০২৪
মোঃ আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে ট্রাফিক ও পরিচ্ছন্নতার কাজ করছেন শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগ আওয়ামী লীগের তাণ্ডব, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এবং দীর্ঘদিন ধরে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের অনুপস্থিতিতে যেসব ময়লা আবর্জনা হয়েছে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে বুধবার (৭ আগস্ট) দুপুরে।
এতে ফুলপুর ফায়ার সার্ভিসের কর্মীসহ দ্বিন ইসলাম, স্বপন আহমেদ, আলামিন হোসেন, লাবীব নাহাদী রাহাত, হিমেল সিদ্দিকী, ইহতিশাম মোসাদ্দিক, জাহিদুল হক জুমন, রাকিব তালুকদার, নিপুন, সামাদ খান নাঈম, নাদিম হোসেন, আলিমুল প্রমুখ অংশ নেন।
এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আজ দিনব্যাপী ট্রাফিকের কাজ করেছেন। কোথাও পুলিশের কোন উপস্থিতি লক্ষ্য করা যায়নি। ট্রাফিকের কাজে অংশ নেন, উমর ফারুক, সাব্বির আহমেদ, আশিকুর রহমান, মাহমুদুল হাসান, সোহাগ, রিয়াদ, সাব্বির আহমেদ ইয়াসীন প্রমুখ। সমন্বয়ক মামুন মিয়া বলেন, দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো, ইনশাআল্লাহ।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.