আজ
|| ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ফুলপুরে ফাঁসিতে ঝুলে কিশোরের আত্মহত্যা
প্রকাশের তারিখঃ ২৯ জুন, ২০২৪
মোঃ আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে ফাঁসিতে ঝুলে শাহিন (১৬) নামে এক কিশোর আত্মহত্যা করেছে বলে জানা গেছে। শনিবার (২৯ জুন) বেলা পৌনে ৩টার দিকে উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের ছোট চিলাগাই গ্রামে এ ঘটনা ঘটে। শাহিন ওই গ্রামের মোজাম্মেল হক ও শাবানা দম্পতির পুত্র।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ভিকটিম মৃত শাহীন তার পিতার বসত ঘরে ধন্যার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস টানিয়ে মৃত্যু বরণ করে। পরে সংবাদ পেয়ে এসব আই জিয়াসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন ও লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। থানা এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.