আজ
|| ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ফুলপুর টু বওলা সড়কে বিভিন্ন জায়গায় বড় বড় খাদ
প্রকাশের তারিখঃ ২৯ জুন, ২০২৪
মোঃ আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে বওলা সড়কে বিভিন্ন জায়গায় বড় বড় খাদের সৃষ্টি হয়েছে। শুক্রবার বাদ জুমা ওই এলাকা পরিদর্শনে গেলে এ দৃশ্য নজরে পড়ে।
সরেজমিন গিয়ে দেখা যায়, ফুলপুর পৌর শহর থেকে বের হওয়ার সময় বালিয়া মোড়ে আনুমানিক ৪০ থেকে ৫০ গজ জায়গা বহুদিন ধরে ভাঙা। এছাড়া বওলা বাজারে ঢোকার মুখে সিএনজি অটোরিকশা স্টেশনে স'মিল সংলগ্ন আব্দুল মালেকের ঘরের সামনে অনেক বড় খাদের সৃষ্টি হয়েছে। ওখান থেকে আরেকটু সামনে গেলে বওলা টু সুতারপাড়া সড়কের মুখে ইটের সলিং ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এছাড়াও ওই সড়কে টুকটাক খাদ বা ছোট বড় অনেক গর্ত আছে।
ছোট খাটো গাড়ি এসব খাদে পড়লে উল্টে যাওয়ার উপক্রম হয়। মোচড় লেগে রিকশার চাকার তার ছিঁড়ে যায় এমনকি রিংও কখনো কখনো বেঁকে যায়। ফলে গরিব অসহায় রিকশা চালকরা প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন। পথচারীদেরও চলতে হয় ঝুঁকি নিয়ে।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী মোঃ রকিব উল হাফিজ বলেন, বালিয়া মোড়ের ভাঙনগুলো পৌরসভার সীমানায় পড়েছে আর বাকিগুলো বৃষ্টিটা বন্ধ হলে শীঘ্রই সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.