আজ
|| ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
আর ঢাকায় ফেরা হবে না সামিয়াদের
প্রকাশের তারিখঃ ১৩ জুন, ২০২৪
মো. আব্দুল মান্নান :
আর ঢাকায় ফেরা হবে না মেহেদী (৬) ও সামিয়া (৮)দের। সহোদর দুই ভাইবোন ও তাদের চাচাতো বোন নুসরাতসহ তারা তিনজনই চলে গেছেন না ফেরার দেশে।
ময়মনসিংহের ফুলপুরে এ ঘটনা ঘটে। জানা যায়, খেজুর কুড়াতে গিয়ে সহোদর দুই ভাইবোনসহ চাচাতো জেঠাতো তিন ভাইবোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ জুন) বেলা আড়াইটার দিকে উপজেলার রূপসী ইউনিয়নের রামকৃষ্ণপুর উত্তরপাড়া জামে মসজিদের পাশে খা বাড়ি সংলগ্ন আজিম উদ্দিন ড্রাইভারের পুকুরে এ ঘটনা ঘটে।

তাদের পাশের বাড়ির আজিম উদ্দিন ড্রাইভারের পুকুর পাড়ে একটি খেজুর গাছ আছে। ওখান থেকে কতক্ষণ পর পর বাতাসে পাকা খেজুর পড়ে। গাছটি পুকুরের দিকে হেলে থাকায় ধারণা করা হচ্ছে, খেজুর কুড়াতে গিয়ে পুকুরে ঝাপ দেয় ওরা। এরপর আর উঠতে পারেনি। পরে বিকাল ৪টার দিকে মরে ভেসে ওঠে একজন। এরপর খোঁজাখুজি করে বাকি দুইজনেরও লাশ মেলে ওই পুকুরে। মৃত শিশুরা হলো, রামকৃষ্ণপুর উত্তরপাড়া গ্রামের কৃষক মন্নাছ আলী ও গৃহিণী রিনা বেগমের শিশুকন্যা নুসরাত (৬) ও মন্নাছের সহোদর ভাই রবিকুল ও আঞ্জুয়ারা বেগম দম্পত্তির দুই সন্তান যথাক্রমে রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী সামিয়া (৭) ও সামিয়ার একমাত্র ছোটভাই মেহেদী (৫)।

জানা যায়, সামিয়ার মা একজন গার্মেন্টসকর্মী। ওরা ঢাকায় থাকতো। ওর বাবা রবিকুল গ্রামে তার অল্প কৃষি জমির ফসল উঠাতে এসেছিল। কুরবানির ঈদের পর তাদের আবার ঢাকায় ফেরার কথা ছিল। কিন্তু আর ঢাকায় ফেরা হবে না সামিয়াদের। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সামিয়ার মা আঞ্জুয়ারা ঢাকা থেকে বাড়ির কাছাকাছি এসে পৌঁছেছেন বলে জানা গেছে। আজ রাত সাড়ে ১০ টায় তাদের নিজ বাড়িতে জানাজা অনুষ্ঠিত হবে।
এ ব্যাপারে ফুলপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, বিষয়টি খুবই মর্মান্তিক। শিশুদের মরদেহ দাফনের জন্য তাদের পরিবারকে অনুমতি দেওয়া হয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.