আজ
|| ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
কালো বাজারে ভিজিএফ বিক্রি, বিতরণ বন্ধ, আটক ১
প্রকাশের তারিখঃ ১৩ জুন, ২০২৪
মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে ভিজিএফের চাল কালো বাজারে বিক্রি করার অপরাধে একজনকে আটক করা হয়েছে। বুধবার (১২ জুন) দুপুর ১টার দিকে ঠাকুর বাখাই কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলার ফতেপুর পূর্ব এলাকার একজনকে আটক করা হয়েছিল।
সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে আটক করেন।
পরে ১০০০ টাকা জরিমানা আদায় করে শর্তসাপেক্ষে তাকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় ভিজিএফ বিতরণ বন্ধ রয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার বলেন, ৩০০ জনের মধ্যে ভিজিএফ বিতরণের পর এ ঘটনা ঘটে। আরও প্রায় ২০০-৩০০ জনের মধ্যে ভিজিএফ বিতরণ বাকি আছে।
তবে তাদের মাঝে কবে অবশিষ্ট ভিজিএফ বিতরণ করা হবে তা জানা যায়নি।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.