আজ
|| ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
দুই রাকাত নফল নামাজ পড়ে উপজেলা পরিষদের চেয়ারে বসলেন মোহাম্মদ হাবিবুর রহমান
প্রকাশের তারিখঃ ১২ জুন, ২০২৪
মো. আব্দুল মান্নান :
উপজেলা চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণের পর আজ বুধবার (১২ জুন) দুপুরে দুই রাকাত নফল নামাজ আদায়ের মাধ্যমে মহান আল্লাহ তায়ালার সাহায্য প্রার্থনা করে চেয়ারে বসলেন ময়মনসিংহের ফুলপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব।

এ ব্যাপারে তিনি তার ফেইসবুক আইডিতে লেখেন, 'আলহামদুলিল্লাহ, আল্লাহর নাম নিয়ে দুই রাকাত নামাজ পড়ে আমার রাজনৈতিক জীবনের চূড়ান্ত পাওয়া উপজেলার চেয়ারম্যান পদের চেয়ারে বসে কাজ শুরু করলাম। সকলের সহযোগিতা চাই।

আজকে দুপুর বেলা মাননীয় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তাহমিনা আক্তার ম্যাডামের আগমনে আমরা উচ্ছৃসিত। উনাকে ফুলপুরে স্বাগতম জানাই। আমাদের ইউ এন ও মহোদয় জনাব এবিএম আরিফুল ইসলামসহ সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।'
এসময় দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.