আজ
|| ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বাংলাদেশ প্রতিদিনের সম্পাদকের নামে প্রতিষ্ঠিত নঈম নিজাম ডিগ্রি কলেজে পাসের হার শতভাগ
প্রকাশের তারিখঃ ৭ জুন, ২০২৪
মির্জা মেহেদী তমাল :
নঈম নিজাম ডিগ্রী কলেজ। বাংলাদেশ প্রতিদিনের প্রিয় সম্পাদক নঈম নিজাম ভাইয়ের নামে প্রতিষ্ঠিত এবং তার তত্ত্বাবধানে পরিচালিত হেসাখাল বাজার নঈম নিজাম ডিগ্রি কলেজটি কুমিল্লার অন্যতম কলেজ, যেখানে এইচএসসিতে পাসের হার শতভাগ। নাংগলকোটে সেদিন কলেজটি ঘুরে দেখতে গিয়ে নঈম নিজাম ভাইকে নতুনভাবে আবিস্কার করলাম। ১৫ বছর হয়ে গেলো একসাথে কাজ করছি কিন্তু জানতেও পারিনি আমাদের প্রিয় নঈম নিজাম ভাই নাংগলকোটে মানুষের মনে এতটা জায়গা করে আছেন। আমাদের পরিচয় পেয়ে সেখানকার মানুষ যেভাবে জড়িয়ে ধরে আবেগাপ্লুত হয়েছে এবং নঈম নিজাম ভাইয়ের কথা বলছিলেন-তাতে গর্বে বুক ভরে যাচ্ছিল আমাদের। এমন একজন মানুষের অধীনে কাজ করছি। তারা বলছিলেন, "নঈম নিজাম আমাদের চোখের মনি। আমরা ভুলবো না তাকে কোনোদিন। আপদে-বিপদে নঈম নিজামই আমাদের ভরসা"।
নাংগলকোটে না গেলে বুঝতেই পারতাম না পেশাগত কাজের বাইরেও আমাদের সম্পাদক নঈম নিজাম ভাই গড়ে তুলেছেন ভালোবাসার আরেক পৃথিবী। যেখানে মানুষ তাকে ভীষণ ভালোবাসে।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.