আজ
|| ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ফুলপুর সরকারি স্কুলে শিক্ষার্থীদের মাঝে ক্লাস রুটিন বিতরণ
প্রকাশের তারিখঃ ৪ জুন, ২০২৪
নিজস্ব সংবাদদাতা :
ময়মনসিংহের ফুলপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্লাস রুটিন বিতরণ করা হয়েছে। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলাম ও উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান ওই রুটিন বিতরণ করেন।
জানা যায়, ২৩ মে ফুলপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন স্কুলের সভাপতি ও ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলাম।
এসময় তিনি শিক্ষার্থীদের সাথে কথা বলেন ও তাদের কোন সমস্যা আছে কি না শুনতে চান। পরে বেশ কিছু বিষয়ে সমস্যা তুলে ধরা হয়। ইউএনও তাৎক্ষণিক কিছু সমস্যা সমাধান করেন এবং কিছু বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন শিক্ষকদের। এর মধ্যে বড় সমস্যা ছিল স্পেসিফিক রুটিন না থাকা এবং সে অনুযায়ী ক্লাস না হওয়া। উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে অবশেষে ২ জুন শিক্ষার্থীরা রুটিন পায়।
জানা যায়, রুটিন প্রণয়ণে তিনি একটি কমিটি গঠন করে দিয়েছিলেন এবং কমিটিকে ১ সপ্তাহের মধ্যে রুটিন প্রণয়ণ করার নির্দেশনা প্রদান করলে ২ জুন উহা বাস্তবায়ন হয়।
এছাড়া এসময় ইউএনও শিক্ষকদের রুটিন মাফিক ক্লাস নেওয়ার জন্য নির্দেশনা প্রদান করেন। এসময় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ওই স্কুলের প্রাক্তন ছাত্র অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন, পিআইও আশীষ কর্মকার, মাধ্যমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তার, একাডেমিক সুপারভাইজার পরিতোষ সূত্র ধর, থানার সেকেন্ড অফিসার এসআই সুমন মিয়া, প্রধান শিক্ষক প্রমুখ উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.