আজ
|| ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
ফুলপুর পৌরসভার বিভিন্ন স্পটে ময়লা, ভোগান্তির শিকার হচ্ছেন পৌরবাসী
প্রকাশের তারিখঃ ২৯ মে, ২০২৪
মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুর বাসস্ট্যান্ড এলাকায় ময়লা আবর্জনার স্তূপ। আজ বুধবার (২৯ মে) দুপুরে বাসস্ট্যান্ড এলাকায় গেলে এসব ময়লা নজরে পড়ে। এছাড়া আঞ্জুমান সুপার মার্কেটের পিছনে পুরাতন ডাকবাংলা রোডে রোকন চেয়ারম্যান ও আজিজুর রহমানের বাসা সংলগ্ন ফাঁকা জায়গায় ময়লার স্তূপ গড়ে উঠেছে। পরিচ্ছন্নতা কর্মীরা নিয়মিত ময়লা পরিষ্কার না করার কারণে ময়লা জমতে জমতে উপচে সড়কে এসে পড়ছে। দুর্গন্ধে দূষিত হচ্ছে আবাসিক এলাকার পরিবেশ।

ভাষা সৈনিক এম শামসুল হক চত্বরের ময়লা আবর্জনা ও চত্বরের সৌন্দর্য বিষয়ে দৈনিক বাংলাদেশ নিউজসহ বাংলাদেশ প্রতিদিনেও নিউজ করা হয়েছে। নিউজের পর কিছু ময়লা গভীর রাতে সরানো হয়েছিল। পরে পুরাপুরি আর উহা পরিষ্কার করা হয়নি। এখন আবারও ওখানে প্রতিদিন ময়লা ফেলতে ফেলতে জায়গাটি ময়লার স্তূপে পরিণত হচ্ছে।

ছনকান্দা বাজারে মরহুম ফজলুল হক আকন্দের বাসার বিপরীতে ময়লার স্তূপ। পয়ারী ইউনিয়নের আগের ভূমি অফিস সংলগ্ন পুরাতন শহীদ মিনার এলাকায় ময়লার স্তূপ। এসব ময়লা জমে থেকে পরিবেশ দূষিত হচ্ছে। ভোগান্তির শিকার হচ্ছেন পৌরবাসী।

বিষয়টি পরিচ্ছন্নতা কর্মীদের দায়িত্বে থাকলেও তারা নিয়মিত এসব ময়লা পরিষ্কার করছেন কি না তা তদারকি করা দরকার। এ ব্যাপারে ফুলপুর পৌরসভার মেয়র মিঃ শশধর সেনের দৃষ্টি আকর্ষণ করছি।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.