আজ
|| ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ভাষা সৈনিক এম শামসুল হকের ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত
প্রকাশের তারিখঃ ২৭ মে, ২০২৪
মো. আব্দুল মান্নান :
ভাষা সৈনিক সাবেক পাঁচ বারের এমপি বীর মুক্তিযোদ্ধা মরণোত্তর একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি নেতা এম শামসুল হকের ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
আজ সোমবার (২৭ মে) দিবসটি উদযাপন করা হয়। এ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।

সকাল ৮টার দিকে উনার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ঘুর্ণিঝড় রেমালের প্রভাবে ফুলপুরে সারাদিন গুড়ি গুড়ি বৃষ্টি অব্যাহত থাকলেও এরই মাঝে একের পর এক চলছিল নানা প্রোগ্রাম।
বাদ যুহর ময়মনসিংহের ফুলপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এর আগে কাজিয়াকান্দা কামিল মাদরাসায় মরহুমে রূহের মাগফিরাত উপলক্ষে কুরআন খতম করা হয়েছে। মিলাদ মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ফুলপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাদশা আলমগীর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানজিল আহমেদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক হামিদুর রহমান বিপ্লব, যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম, উপজেলা ছাত্র লীগের সভাপতি ইরশাদ হোসাইন লিমন, সাধারণ সম্পাদক তানিম আহমেদ শাওন প্রমুখ। মুনাজাত পরিচালনা করেন কাজিয়াকান্দা কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুফতী জয়নুল আবেদীন। মুনাজাতশেষে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে কয়েকশ কর্মী সমর্থক নিয়ে ময়মনসিংহের অনুষ্ঠানে যোগদান করতে বাসে উঠেন এবং বাসে মিলাদের মিষ্টি বিতরণ করা হয়।
তারপর ময়মনসিংহে জেলা আওয়ামী লীগের আয়োজনে শিল্পকলা একাডেমিতে যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় তাতে তারা যোগদান করেন। সেখানে মরহুমের সুযোগ্য সন্তান সাবেক প্রতিমন্ত্রী টানা তিনবারের নির্বাচিত বর্তমান এমপি এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শরীফ আহমেদ উপস্থিত ছিলেন।
এছাড়া জেলা আওয়ামী লীগ নেতা মোয়াজ্জেম হোসেন বাবুল, শামীম ও ফুলপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান হাবিবসহ অনেকেই সে অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.