আজ
|| ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বালিয়া মাদরাসার পক্ষ থেকে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান হাবিবকে শুভেচ্ছা ও অভিনন্দন
প্রকাশের তারিখঃ ২৩ মে, ২০২৪
মো. আব্দুল মান্নান :
উত্তর ময়মনসিংহের ঐতিহ্যবাহী ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া আশরাফুল উলূম বালিয়ার পক্ষ থেকে নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান হাবিবকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ মে) দুপুর পৌনে ২টার দিকে বালিয়ার মুহতামিম মাওলানা ওয়াইজ উদ্দিন দামাত বারাকাতুহুমের নেতৃত্বে উপজেলা চেয়ারম্যানের শেরপুর রোডের বাসায় গিয়ে তাকে ওই শুভেচ্ছা জানানো হয়।
এসময় মুহতামিম হুজুর উপজেলা চেয়ারম্যানকে পবিত্র কুরআন শরীফ, বই, সৌদিয়ান রুমাল, আতর, জায়নামাজ, তাসবীহ ও মিসওয়াকসহ বিভিন্ন হাদিয়া প্রদান করেন।

এসময় উনার সাথে বালিয়া মাদরাসার সিনিয়র উস্তাদ মাওলানা হাম্মাদুর রহমান, মুহাদ্দিস মুফতী সিরাজুল ইসলাম, মুহাদ্দিস মুফতী মুহিব্বুল্লাহ রুশাইদ, হাফেজ ফারুক আহমাদ প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া বিশেষ কাজে গিয়ে শেরপুর রোড মোড়ের বাইতুন নূর জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মান্নান ও আওয়ামী লীগ নেতৃবৃন্দও তখন সেখানে উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.