আজ
|| ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
হালুয়াঘাটে বাসসকে কম্পিউটার প্রদান
প্রকাশের তারিখঃ ২০ মে, ২০২৪
মো. আব্দুল মান্নান :
বাংলাদেশ সাংবাদিক সমিতি (বাসস)-কে একটি কম্পিউটার প্রদান করা হয়েছে। আজ সোমবার (২০ মে) ওই কম্পিউটারটি দেওয়া হয়।
জানা যায়,নাহিদ আহমেদ শারফুল বাহার নামে হালুয়াঘাটের একজন কৃতি সন্তান আমেরিকায় থাকেন। তিনি একজন সাংবাদিকবান্ধব মানুষ। সাংবাদিকদের উপহারস্বরূপ ওই কম্পিউটারটি তিনি দান করেন। আনুষ্ঠানিকভাবে কম্পিউটারটি হস্তান্তর করেন তার প্রতিনিধি মোঃ আরিফুল ইসলাম সুমন। এসময় বাংলাদেশ সাংবাদিক সমিতি (বাসস)-এর হালুয়াঘাট উপজেলা শাখার সভাপতি মোঃ বাবুল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হক লিটন, সাংবাদিক আব্দুল আউয়াল, জুলফিকার আলী জুলমত ও তরিকুল্লাহ আশরাফীসহ সমিতির সদস্যরা বাহারকে ধন্যবাদ জানিয়েছ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.