আজ
|| ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয় থেকে কালিদাসনের পিএইচডি সম্পন্ন, বিভিন্ন মহলের অভিনন্দন
প্রকাশের তারিখঃ ১৩ মে, ২০২৪
মো. আব্দুল মান্নান :
মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেছেন কালিদাসন। সম্প্রতি সফলভাবে তার পিএইচডি সম্পন্ন হয়।

এ বিষয়ে বিশ্বসেরা গবেষক মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান বলেন, তিনি আমাদের প্রথম পিএইচডি ছাত্র যিনি সানওয়ে বিশ্ববিদ্যালয়ে পিএইচডি সম্পন্ন করেছেন।

তার পিএইচডি যাত্রায় অসামান্য পারফরম্যান্সের জন্য কালিদাসনকে অভিনন্দন। আমি যখন UM এবং KFUPM তে ছিলাম তখন আমি ৫০টিরও বেশি পিএইচডি এবং মাস্টার্স ছাত্রদের তত্ত্বাবধান করেছি।গবেষণায় উল্লেখযোগ্যভাবে অবদান রাখা অনেক অসামান্য ছাত্রদের তত্ত্বাবধান করতে পেরে আমি আনন্দিত।
জানা যায়, কালিদাসনকে বিভিন্ন মহলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।
* অনলাইন থেকে সংগৃহীত।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.