আজ
|| ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
মহাসড়কে গাড়ি পার্কিং করে যানজট সৃষ্টি করলে জরিমানা
প্রকাশের তারিখঃ ১৩ মে, ২০২৪
মো. আব্দুল মান্নান :
মহাসড়কে গাড়ি পার্কিং করে যানজট সৃষ্টি করলে ব্যবস্থা নেবে প্রশাসন। গাড়ি পার্কিংয়ের সুনির্দিষ্ট জায়গা রয়েছে। এর বাইরে এসে কেউ গাড়ি পার্কিং করে বা ছোট খাটো ভাসমান টং দোকান বিছিয়ে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে প্রশাসন।

আজ সোমবার (১৩ মে) বিকালে ময়মনসিংহের ফুলপুর বাসস্ট্যান্ডে ও শেরপুর রোড মোড়ে সরেজমিন পরিদর্শনে এসে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. বি. এম. আরিফুল ইসলাম একথা বলেন।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আজ কাউকে জরিমানা করা হয়নি। অবৈধ গাড়ি পার্কিংয়ের অপরাধে কয়েকজনের গাড়ির চাবি সীজ করা হয়েছিল কিন্তু পরবর্তীতে এ ধরনের ত্রুটি যাতে আর না হয় এ শর্তে ফেরত দেওয়া হয় তাদের চাবি।
এসময় সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশীষ কর্মকার ও থানা পুলিশসহ উপজেলা প্রশাসনের একটি টিম তার সাথে ছিলেন।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.