আজ
|| ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ঈশ্বরগঞ্জে স্কুল শিক্ষার্থী ধর্ষিতা, মূল আসামি আটক
প্রকাশের তারিখঃ ১১ মে, ২০২৪
মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১০ম শ্রেণির এক শিক্ষার্থী ধর্ষিতা হয়েছে। এ ঘটনায় র্যাবের গোয়েন্দা জালে আটক হয়েছে মূল আসামি জহিরুল ইসলাম মনির (২০)। বৃহস্পতিবার (৯ মে) সকাল সাড়ে ১১টার দিকে র্যাব-১৪, ময়মনসিংহ -এর অধিনায়ক মহিবুল ইসলাম খানের নির্দেশক্রমে সদর ব্যাটালিয়নের অপারেশনস্ অফিসার অতিরিক্ত পুলিশ সুপার জুলফিকার আলী, সহকারী পুলিশ সুপার মুহাঃ জাহিদ হাসান ও র্যাব-১১ -এর সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া'র নেতৃত্বে একটি যৌথাভিযানিক দল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার জালকুঁড়ি খিরত আলী মার্কেট এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামি জহিরুল ইসলাম মনিরকে আটক করে। আসামি মনির ঈশ্বরগঞ্জের হাঁসের আলগী গ্রামের সুলতান উদ্দিনের পুত্র। এ ঘটনায় ভিকটিম (১৫) -এর নানী জায়েদা খাতুন (৫৫) বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।
জানা যায়, ভিকটিম ঈশ্বরগঞ্জ থানার উচাখিলা ইউনিয়নের হাঁসের আলগী গ্রামের অন্তর্গত আবু আকতার খান একাডেমীর ১০ম শ্রেণি ছাত্রী। সে নানীর বাড়িতে থেকে লেখাপড়া করতো। মূল অভিযুক্ত জহিরুল ইসলাম মনির ভিকটিমের নানীর প্রতিবেশি। সে সুবাদে ভিকটিমকে স্কুলে যাওয়া-আসার পথে প্রতিনিয়তই প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল মনির। কিন্তু ভিকটিম এতে রাজি না হওয়ায় আসামি মনির স্কুলে যাওয়ার সময় রাস্তার পাশে ওঁৎ পেতে থাকতো এবং তাকে কু-প্রস্তাব দিতো, বিরক্ত করতো। পরে ভিকটিম এ ব্যাপারে তার পরিবারকে জানালে পরিবারের লোকজন আসামির অভিভাবককে জানায়। কিন্তু আসামির অভিভাবক এ ব্যাপারে কোন ব্যবস্থা নেয়নি। এরপর গত ২৩ মার্চ রাত ৯টার দিকে বাদি তারাবির নামাজ পড়ার সময় ভিকটিম ঘরের বাহিরে টিউবওয়েল থেকে পানি আনতে গেলে সেখানে ওঁৎ পেতে থাকা আসামি জহিরুল ইসলাম মনির তাকে নাক, মুখ চেপে ধরে পাশের বাঁশঝাড়ে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে দৌড়ে পালিয়ে যায়। বিষয়টি এলাকায় জানাজানি হয়ে যায় এবং ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরে এ ঘটনায় ঈশ্বরগঞ্জ থানায় ২৫ মার্চ মামলা হয়। এর পর পরই র্যাবের একটি দল ঘটনার বিষয়ে ছায়াতদন্তে নামে এবং আসামি গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি শুরু করে।
এ ব্যাপারে র্যাব-১৪, ময়মনসিংহ -এর লিগ্যাল অ্যান্ড মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ আব্দুল হাই চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস রিলিজে জানানো হয় যে, আটক আসামি মনিরকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ থানার ওসি মুহাম্মদ মাজেদুর রহমান জানান, আসামি জহিরুল ইসলাম মনিরকে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.