আজ
|| ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ফুলপুর উপজেলা চেয়ারম্যান হাবিবকে অভিনন্দন জানালেন পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আলম
প্রকাশের তারিখঃ ১০ মে, ২০২৪
মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান হাবিবকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন ফুলপুর পৌর ছাত্রদলের সাবেক সভাপতি বহিষ্কৃত নেতা নূরে আলম সিদ্দিকী আলম।
আজ শুক্রবার (১০ মে) আলম উপজেলা চেয়ারম্যানের প্রশংসা করে তাকে শুভেচ্ছা জানান। এ বিষয়ে তিনি তার ফেইসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন :
''ফুলপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক হাবিবুর রহমান হাবিব ভাইকে আন্তরিক অভিনন্দন।
এ বিজয় ফুলপুর উপজেলার জনগনের আপনার উপর আস্থা, বিশ্বাস এবং ভালোবাসার প্রতিফলন। আপনার সততা, পেশাদারিত্ব ও পরিশ্রমের উপর জনগন আস্থাশীল। আপনার নেতৃত্বের ইতিবাচক প্রভাবের সাক্ষী হতে পেরে আমি আনন্দিত এবং সম্মানিত।"
উপজেলা চেয়ারম্যানকে ফুল দিয়ে অভিনন্দন জানানোর সময় ১৪৭, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের এমপি শরীফ আহমেদ উপস্থিত ছিলেন।
জানা যায়, গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বহিষ্কৃত নেতা শাহ শহীদ সারোয়ারের পক্ষে কাজ করায় আলমকেও দল থেকে বহিষ্কার করা হয়।
নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান হাবিবের প্রশংসা করে ও তাকে ফুল দিয়ে অভিনন্দন জানানোর ঘটনায় কেউ কেউ বলছেন যে, আলম আওয়ামী লীগে যোগ দিয়েছেন কিন্তু এ ব্যাপারে তার সুনির্দিষ্ট কোন বক্তব্য পাওয়া যায়নি।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.