মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান হাবিবকে বিভিন্ন মহলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।
৮ মে রাত সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলা থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি ফলাফল ঘোষণা করা হয়। এর আগে সন্ধ্যার দিকে বিভিন্ন কেন্দ্রের ফলাফল এসে জমা হতে থাকলে প্রিজাইডিং অফিসারদের নিকট থেকে বা নানা সূত্র থেকে পাওয়া সংবাদের ভিত্তিতে কেউ কেউ অনুমান করছিলেন যে আনারস প্রতীকের প্রার্থী মোহাম্মদ হাবিবুর রহমান হাবিবই পাস করতে যাচ্ছেন এবং এ রকম অনুমানের ভিত্তিতেই শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো শুরু হয়। পরবর্তীতে হাবিবের আনারস পাসের বিষয়টি যখন একদম নিশ্চিত হওয়া যায় তখন থেকে তো আর বলতে হয় না। উপজেলা আওয়ামী লীগ, ছাত্র লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, বিভিন্ন পর্যায়ের রাজনীতিবিদ, ব্যবসায়ী ও নানা ব্যক্তি উদ্যোগ তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে থাকে।
এরপর বৃহস্পতিবার (৯ মে) ফুলপুর অনার্স স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন ও বেশ কয়েকটি সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান হাবিবকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে। এ বিষয়ে আনন্দ মোহন কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আকবর আলী আহসান তার ফেইসবুকে এক স্ট্যাটাস দেন। উহা হুবহু নিচে তুলে ধরা হলো :
‘বিপুল ভোটে ফুলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ফুলপুর অনার্স স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের সম্মানিত উপদেষ্টা জনাব মোহাম্মদ হাবিবুর রহমানকে এসোসিয়েশনের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা।’