আজ
|| ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
হালুয়াঘাটে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা
প্রকাশের তারিখঃ ২৯ এপ্রিল, ২০২৪
বাবুল হোসেন :
ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা, চোরা চালান প্রতিরোধ, টাস্কফোর্স কমিটি এবং উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৯ এপ্রিল) সকালে উপজেলা কনফারেন্স রুমে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবিদুর রহমান। সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) জিনিয়া জামান, বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ, হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুবুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার প্রাণেশ চন্দ্র পণ্ডিত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আলাল উদ্দিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা তারেক মাসুদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গুলে জান্নাত সেতু, সাবেক ইউপি চেয়ারম্যান কামরুল হাসান, ব্যবসায়ী উন্নয়ন সমিতির সভাপতি নাদিম আহমেদ, ধান্য ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি হুমায়ুন কবীর মানিক প্রমুখ।

সভায় হালুয়াঘাটে আইন শৃঙ্খলা স্থিতিশীল রাখা, যানজট ও বেপোরোয়াভাবে মোটরবাইক চালানো, নাম্বার বিহীন মোটরবাইক আটকের জন্য মোবাইল কোট পরিচালনা করা, হালুয়াঘাট বাজারে অটোরিক্সা নিয়ন্ত্রণে পৌরসভার ভূমিকা রাখা, হালুয়াঘাট আদর্শ উচ্চ বিদ্যালয় ও জয়িতা মহিলা মার্কেটের সামনে পুলিশ টহল বৃদ্ধি করা, চালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি রোধকল্পে মোবাইল কোট পরিচালনাসহ বাজার মনিটরিং করা, বাল্যবিবাহ, সীমান্তে চোরাচালান ও মাদক নিয়ন্ত্রণে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও বর্তমানে হালুয়াঘাটের বিভিন্ন পথে ভারতীয় চোরাই চিনি অবাধে প্রবেশ করায় ক্ষোভ প্রকাশ করে জোড়ালো বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা কবিরুল ইসলাম বেগ। এছাড়া বোরো মৌসুমে ধারা বাজারে যানজট নিরসনের উদ্যোগ নেওয়া হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.