আজ
|| ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শেরপুর মাইসাহেবা জামে মসজিদের সামনে গাড়ি পার্কিং নিষিদ্ধ
প্রকাশের তারিখঃ ২২ এপ্রিল, ২০২৪
মো. আব্দুল মান্নান :
শেরপুর মাইসাহেবা জামে মসজিদের সামনে গাড়ি পার্কিং নিষিদ্ধ। কিন্তু অসচেতনরা মানছে না নির্দেশনা।
আজ সোমবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে খাজা গরিবে নেওয়াজ কার্গো নামে একটি কাভার্ড ভ্যান শেরপুর মাইসাহেবা জামে মসজিদের সামনে এনে পার্কিং করে। দীর্ঘ সময় ধরে কার্গোটি ওখানে দাঁড় করিয়ে রাখে।

এতে ওই রোডে গাড়ি চলাচলে সমস্যা হচ্ছিল। এরপর মসজিদের একজন কর্মচারী চালককে তার কার্গোটি সরাতে বললেও দেরি করছিল।

এসময় একজন পথচারী বলেন, বর্তমানে শিক্ষার হার বাড়লেও বাড়ছে না সচেতনতা। মানুষ মানছে না কোন দিক নির্দেশনা। যেখানে লেখা আছে, 'এখানে পেশাব করবেন না' সেখানেই পেশাব করছে। যেখানে কয়েকটি নেমপ্লেট বসিয়ে সচেতন করা হচ্ছে 'গাড়ি পার্কিং নিষিদ্ধ' সেখানেই গাড়ি পার্কিং করছে।

সুমন নামে অন্য একজন পথচারী বললেন, সরকার কোটি কোটি টাকা ব্যয় করে ওভার ব্রিজ দিলেও অসচেতনরা তা ব্যবহার করছে না। আমাদেরকে আরও সচেতন হতে হবে।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.