আজ
|| ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
সাংবাদিকতায় আসলে মনে হয় কোন কিছু জানা বা শেখার প্রয়োজন নেই
প্রকাশের তারিখঃ ২০ এপ্রিল, ২০২৪
মো. খায়রুল আলম রফিক :
একটা সময় তরুণ-তরুণীদের স্বপ্নের পেশা ছিল সাংবাদিকতা। সাহসী ও চ্যালেঞ্জিং পেশা হিসেবে সাংবাদিকতাকেই বেছে নিতেন তারা। এখন বোধহয় সময় এসেছে কথাটি বদলানোর।
দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে সাংবাদিকতা বিষয়ে পড়াশোনার হার বাড়ছে। কিন্তু পড়াশোনা শেষে শিক্ষার্থীদের সাংবাদিকতায় আসার হার বাড়ছে না। আবার যারা এসেছেন, তাদের অনেকেই এই পেশা ছেড়েছেন। আর যারা আছেন, তাদের কেউ কেউ ছাড়ার অপেক্ষায় আছেন।
সুযোগ পেলেই অন্য কোনও চাকরিতে চলে যাচ্ছেন তারা। গেলো এক বছরে, আমার পরিচিত অনেকেই সাংবাদিকতা পেশা ছেড়েছেন। বিশেষ করে মেধাবী সাংবাদিকরা, যাদের রিপোর্ট আলোচনায় ছিল, যারা নজরকাড়া প্রতিবেদন করেছিলেন, তেমন কেউ যখন সাংবাদিকতা ছেড়ে দেন তখন খুব খারাপ লাগে।
ইদানিং মফস্বলের কিছু ব্যক্তি এই মহান পেশায় নাম লিখিয়েছেন। যাদের আচার-আচরণ দেখলে মনে হয় এই পেশায় আসতে হলে কোন কিছু জানার বা শেখার প্রয়োজন নেই। সিনিয়রদের প্রতি কি ধরনের আচরণ করতে হয় তাও তারা শিখেনি।
* লেখক : সম্পাদক, দৈনিক প্রতিদিনের কাগজ।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.