আজ
|| ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ফুলপুরে প্রাণী সম্পদ প্রদর্শনীতে ৫০ খামারির অংশগ্রহণ, ১২ জনকে পুরষ্কার প্রদান
প্রকাশের তারিখঃ ১৮ এপ্রিল, ২০২৪
মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ২০২৪ উদযাপন উপলক্ষে প্রদর্শনী, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে ৫০ খামারীর অংশগ্রহণ ও ১২ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরষ্কার প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বেলা পৌনে দুইটার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে প্রাণী সম্পদ ও ডেইরী প্রকল্পের সহযোগিতায় ওই প্রদর্শনী ও পুরষ্কার প্রদান অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ৯ টার দিকে প্রদর্শনী শুরু হয়।

এতে উপজেলার বিভিন্ন জায়গা থেকে ৫০ জন খামারী অংশ নেন। প্রদর্শনীতে গরু, মহিশ, ছাগল, পাঠা, ভেড়া, ঘোড়া, মুরগী, হাঁস, টিয়া, খরগোশ, বিড়াল, কবুতর ও ডাউকসহ বিভিন্ন জাতের পশুপাখি প্রদর্শন করা হয়। এসময় ৩ ক্যাটাগরিতে ৯জন ও বিশেষ পুরস্কার হিসেবে ৩ জনসহ মোট ১২ জনকে পুরষ্কার প্রদান করা হয়।

সবাইকে নগদ অর্থ প্রদান করা হয়। ১ম পুরষ্কার ৫ হাজার, ২য় পুরষ্কার ৪ হাজার, ৩য় পুরষ্কার ৩ হাজার ও বিশেষ পুরস্কার হিসেবে ২ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। এছাড়া অংশগ্রহণকারী প্রত্যেককে দুপুরের খাবার ও যাতায়াত ভাড়া প্রদান করা হয়েছে। ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলামের সভাপতিত্বে ও ভেটেরিনারি সার্জন ডা. প্রিয়াঙ্কা রাণী পোদ্দারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রেজ্জাক, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, উপজেলা কৃষি অফিসার ফারুক আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, বীর মুক্তিযোদ্ধা বিজয় চন্দ্র বিশ্বাস, ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আনোয়ার হোসেন, কৃষক ওসমান গণি প্রমুখ। এর আগে উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলাম প্রদর্শনীতে অংশগ্রহণকারী বিভিন্ন প্রাণী ও খাঁচা ঘুরে ঘুরে দেখেন। এসময় উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানগণ তার সাথে উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.