দিলাওয়ার ফয়জী :
মাওলানা নুর হুসাইন কাসেমী (রহ.) স্বীয় ছাত্রকে এক মাদরাসায় উস্তাদ হিসেবে প্রেরণের পূর্বে মূল্যবান কয়েকটি নসীহত করেছিলেন। উহা নিচে তুলে ধরা হলো :
✪ ☞ বাজী! কেতঈন নযর আনিল খারেজ থাকবে। অর্থাৎ, বাহিরের মাশগালা থেকে নিজেকে দূরে রাখবে। প্রাতিষ্ঠানিক ফিকির ছাড়া ভিন্ন কোনো ধান্ধায় জড়াবে না।
✪ ☞ মুহতামিম ও কর্তৃপক্ষকে নিজের প্রতিপক্ষ বানাবে না।
✪ ☞ উস্তাদ মোতালা, ছাত্র মোতালা, মুহতামিম মোতালা করবে না। শুধুমাত্র কিতাব মোতালায় সময় কাটাবে। কারণ, সবাইকে শোধরানো তোমার দায়িত্ব নয়।
✪ ☞ যদি তেপায়াকে পড়াতে হয় তবু বিল-ইস্তিআব মোতালা করে পড়াবে। তাহলে নিজে বনে যাইবা।
✪ ☞ কাজকে কখনো অবহেলা করবে না। যারা কাজ করে তারা কখনো ঠকে না। কাজের নাম ইসমে আজম। কাজ করতে থাকো, সব পথ এমনিতেই খুলে যাবে।
* দিলাওয়ার ফয়জীর ফেইসবুক আইডি থেকে সংগৃহীত।