আজ
|| ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ভাড়া বেশি চাইলে কঠোর ব্যবস্থা — ফুলপুর উপজেলা প্রশাসন
প্রকাশের তারিখঃ ১৬ এপ্রিল, ২০২৪
মো. আব্দুল মান্নান :
ঈদের ছুটিশেষে ঢাকাগামী বা কাজে ফেরা অসহায় মানুষের নিকট হতে ২ থেকে ৩ গুণ ভাড়া বেশি আদায় করা হচ্ছে। এছাড়া ফুলপুর হতে ময়মনসিংহের কোন যাত্রীকে কোন বাসেই নেওয়া হচ্ছে না। নিলেও ৫০ টাকার স্থলে ৩০০ টাকা ভাড়া হাঁকা হচ্ছে। এরকম নানাভাবে যাত্রী হয়রানির অভিযোগ পেয়ে অভিযানে নামে ময়মনসিংহের ফুলপুর উপজেলা প্রশাসন ও থানা প্রশাসন। আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় ফুলপুর বাসস্ট্যান্ডসহ উপজেলার বিভিন্ন স্পটে ওই অভিযান পরিচালনা করা হয়। এসময় ২টি সিএনজি চালিত অটোরিকশাকে আটক করা হয় এবং যাত্রীদেরকে ন্যায্য ভাড়ায় যাতায়াতের ব্যবস্থা করা হয়। একইসাথে যাতায়াত যানজটমুক্ত ও নিরাপদ করার লক্ষ্যে ফুসকা খাবার বিক্রেতা ও ভাসমান দোকানপাট অপসারণ করা হয়। এতে নেতৃত্ব দেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. বি. এম. আরিফুল ইসলাম। এসময় সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক ও ফুলপুর থানার ওসি মাহবুবুর রহমানসহ পুলিশের একটি টিম তার সাথে ছিলেন।
অভিযানের সময় ভুক্তভোগীদের উদ্দেশ্যে একজন পুলিশ অফিসার বলেন, 'যে ১ টাকা ভাড়া বেশি চাইবে ওরে জুতাপেটা করে আমাদের খবর দিবেন। এক হাজার টাকা পুরষ্কার দেওয়া হবে।'
পুলিশের এ বক্তব্যে ভুক্তভোগী ঢাকাগামী যাত্রীরা অত্যন্ত খুশি হন। এমনকি এরপর থেকে ভাড়া নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান, রফিকুল, ইহসান, সজিব ও রানা নামে কয়েকজন যাত্রী। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. বি. এম. আরিফুল ইসলাম বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.