আজ
|| ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ফুলপুরে বিএনপির ১জনসহ চেয়ারম্যান পদে ৫ জনের মনোনয়নপত্র দাখিল
প্রকাশের তারিখঃ ১৫ এপ্রিল, ২০২৪
মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে ১ম ধাপের ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪-এ বিএনপির একজনসহ চেয়ারম্যান পদে মোট ৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন, জেলা শ্রমিক লীগ নেতা মোঃ আফতাব উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউল করিম রাসেল, ফুলপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ এমরান হাসান পল্লব ও উপজেলা আওয়ামী ছাত্র লীগের সাবেক সভাপতি বর্তমান উপজেলা আওয়ামী লীগের সদস্য আবু তাহের মোহাম্মদ মনিরুল হাসান টিটু।

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৪ জন। তারা হলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আব্দুছ ছবুর, মোঃ আমিনুল ইসলাম, উপজেলা উলামা লীগ নেতা মাওলানা মোঃ আজহারুল ইসলাম ও সাবেক ছাত্রলীগ নেতা মোঃ আবু সাঈদ।

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেত্রী মোসাঃ পান্না আক্তার ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন।

আজ সোমবার (১৫ এপ্রিল) ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। উপজেলা নির্বাচন অফিসার মোঃ বেলাল হোসেন এ তথ্যের নিশ্চিত করে বলেন, আজ বিকাল ৪টা পর্যন্ত ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। এর মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। জানা যায়, ফুলপুরে ১ম ধাপে আগামী ৮ মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ফুলপুরে ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৫৭ হাজার ৫২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৮ হাজার ৫৯৫ জন ও মহিলা ভোটার ১ লাখ ২৮ হাজার ৪৫৭ জন।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.