আজ
|| ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ফুলপুর সরকারি কলেজ রোডের বাসিন্দা আবু বকর সিদ্দিকের জানাজা সম্পন্ন
প্রকাশের তারিখঃ ১৪ এপ্রিল, ২০২৪
মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুর সরকারি কলেজ রোডের পুরান বাড়ির বাসিন্দা বাইতুস সালাম জামে মসজিদের সাবেক সাধারণ সম্পাদক আমুয়াকান্দা ব্রিজ মোড় মসজিদের সেক্রেটারি আল ফুজাইরা ফাউন্ডেশনের সহকারী ঠিকাদার আবু বকর সিদ্দিকের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।
আজ রবিবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ফুলপুর সরকারি কলেজ জামে মসজিদ প্রাঙ্গণে ওই জানাজা অনুষ্ঠিত হয়।
এতে মরহুমের পিতা তাবলীগ জামাতের আমির আলহাজ্ব আব্দুর রহমান মাস্টার, বড়ভাই মাহবুবুর রহমান মোস্তফা, চাচা শ্বশুর ময়মনসিংহ গলগণ্ডা মহিলা মাদরাসার মুহতামিম, তার ভায়রা, জামিয়া গিয়াছ উদ্দিন রহমাতুল্লাহি আলাইহির পরিচালক মুফতী আজীমুদ্দীন শাহ জামালী, ফুলপুর হাসপাতাল জামে মসজিদের ইমাম মাওলানা ইলিয়াস আহমদ, মাওলানা আবুল বাশার প্রমুখ বক্তব্য রাখেন। জানাজায় ইমামতি করেন ব্রিজ মোড় মসজিদের ইমাম মুফতী উবায়দুল্লাহ।
এসময় হালুয়াঘাটের টঙ্গীরঘাট এলাকার বিশিষ্ট আলিমে দীন মরহুমের আত্মীয় মাওলানা হুসাইন আহমদ, দারুল ইহসান (এক্সিলেন্ট) মাদরাসার পরিচালক শেরপুর রোড মোড়ের বাইতুন নূর জামে মসজিদের ইমাম মাওলানা মো. আব্দুল মান্নান, মাওলানা আজহারুল ইসলাম দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন।
রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা জেলা বিএনপির সদস্য এড. আবুল বাসার আকন্দ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, ফুলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, মেয়র মি. শশধর সেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, বিএনপি নেতা এড. সৈয়দ এনায়েত উর রহমান, আলহাজ্ব সিদ্দিকুর রহমান, সাবেক মেয়র বিএনপি নেতা আমিনুল হক, এমরান হাসান পল্লব, একেএম সিরাজুল হক, রামভদ্রপুর ইউপি চেয়ারম্যান রুকনুজ্জামান রুকন, কাউন্সিলর আব্দুল হামিদ, কাউন্সিলর মোশাররফ হোসেন, শফিকুল ইসলাম, আহসান রানা রুবেল, মরহুমের একমাত্র পুত্র তালহা প্রমুখ।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.