আজ
|| ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
কিয়েক্টাবস্থা!
প্রকাশের তারিখঃ ৯ এপ্রিল, ২০২৪
ফাহিম হাসান :
সেলুনে নাপিত বখশিশ চাইতেছে। রাস্তায় রিকশাওয়ালা-ভিক্ষুকরা বখশিশ চাইতেছে।
কাজে গেলে অধস্তনরা বখশিশ চাইতেছে। বাসায় রান্নার বুয়া বখশিশ চাইতেছে। বাসে হিজড়া হাততালি মেরে বখশিশ চাইতেছে। বাসার দারোয়ান বখশিশ চাইতেছে।

এটিএম বুথের দারোয়ান বখশিশ চাইতেছে। এক পাগল সামনে এসে একটা ডেন্স মেরে বললো, ঈদ অনুষ্ঠান উপলক্ষে টাকা দে। যেখানেই যাইতেছি সবাই শুধু বখশিশ চাইতেছে।

এমন এক অর্থনৈতিক অবস্থায় অবস্থান আমার, সবাই ভাবে মালদার পার্টি। আদতে ফকিন্নির চেয়েও অধম।
আসলে বখশিশ দরকার আমার। কিন্তু লোকে ভুলে আমার কাছেই চেয়ে বসতেছে।
লেখক :
সাহিত্যিক।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.