আজ
|| ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ফুলপুরে সাংবাদিক সৈকতের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
প্রকাশের তারিখঃ ৬ এপ্রিল, ২০২৪
মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে সাংবাদিক শাহ নাফিউল্লাহ সৈকতের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বিভিন্ন জনের নিকট থেকে আর্থিক সহায়তা নিয়ে আজ শনিবার (৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে ছনকান্দা বাজার সংলগ্ন স্থান থেকে প্রায় দেড়শো গরিব ও অসহায় মানুষের মাঝে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। প্রত্যেককে ১ কেজি বাসমতি চিনিগুড়া পোলাও চাল, ১ লিটার ফ্রেশ সয়াবিন তেল, ৫০০ গ্রাম ফ্রেশ চিনি, ৫০০ গ্রাম এসিআই মসুর ডাল, ১ প্যাকেট (২০০ গ্রাম) এসিআই লাচ্ছা সেমাই, ১টি কোকাকোলা নুডলস ও ১টি (৭৫ গ্রাম) কেয়া লেমন সাবান দেওয়া হয়েছে।

ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, ফুলপুর থানার ওসি মাহবুবুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামু, পল্লী সঞ্চয় ব্যাংক শাখার ব্যবস্থাপক আবুল বাসার রাজন, আইএফআইসি ব্যাংক কর্মকর্তা আল মঈনুল হাসান, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতিকুর রহমান, সিনিয়র সাংবাদিক নুরুল আমিন, এটিএম রবিউল করিম রবি, মোস্তফা খান, আবু রায়হান, সুলতান মাহমুদ সম্রাট, ডিজিটাল পোস্ট অফিসের হার্ডওয়্যার টেকনিশিয়ান মো. তানভীর আহমেদ, ব্যবসায়ী নাছিম হোসেন অন্তর প্রমুখ।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.