মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ওই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

মসিক মেয়র ইকরামুল হক টিটুকে শপথ বাক্য পাঠ করান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম সংরক্ষিত নারী আসন ও অন্যদেরকে শপথ বাক্য পাঠ করান।উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা হয় এবং ৯ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রথম মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

শপথ গ্রহণ করার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলের পক্ষ থেকে তাদেরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।