আজ
|| ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ধোবাউড়ার ঘোষগাঁও ইউনিয়নে নেতাই নদীর উপর ব্রিজ নির্মাণ কাজ উদ্বোধন
প্রকাশের তারিখঃ ২ এপ্রিল, ২০২৪
মো. আব্দুল মান্নান
ময়মনসিংহের ধোবাউড়ায় নেতাই নদীর উপর ব্রিজ নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে ঘোষগাঁও ইউপি (ঘোষগাঁও জিসি- শিবগঞ্জ জিসি) সড়ক ভায়া চারুয়াপাড়া বাজার, বাকপাড়া বাজার ও সাদ্দাম বাজার সড়কে ১৬০.২০ মিটার দৈর্ঘ্য ওই ব্রিজের শুভ উদ্বোধন করা হয়।

ব্রিজ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন ১৪৬, ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের এমপি মাহমুদুল হক সায়েম। এটি ঠিকাদার এস আর এস চৌধুরী (জেভি)-এর মাধ্যমে বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ধোবাউড়া কার্যালয়।
এ ব্যাপারে এমপি মাহমুদুল হক সায়েম বলেন, আজ ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়নে ১৬০.২০ মিটার দৈর্ঘ্য একটি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এতে
খরচ হবে ২৭ কোটি ৪০ লাখ টাকা। সেতুটি মঞ্জুর করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি রইলো অশেষ কৃতজ্ঞতা। এসময় উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.