• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
১৪ ডিসেম্বর ‘অরিয়েট’ আয়োজিত সেশনে যুক্ত হচ্ছেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. সাইদুর রহমান বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতিকে বরিশালে বদলি ফুলপুরে পাগড়ী পেলেন বুছ্তানুল কোরআন আবাসিক হাফিজিয়া মাদরাসার ৯ হাফেজ ‘বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি’ নামীয় ফেসবুক পেজ থেকে অসত্য সংবাদ শেয়ারের অভিযোগ ময়মনসিংহ জেলা প্রশাসকের ফুলপুরের আসফিয়া খান আর নেই ময়মনসিংহ-২ আসনে রাজনৈতিক ভেদাভেদ ভুলে মোতাহারের হাতে ফুল তুলে দিলেন যুবদল নেতা আরিফ-মিঠুন ইমাম ও শ্যামলী পরিবহনের দুটি গাড়ি মুখোমুখি সংঘর্ষ ফুলপুর থানার বিদায়ী ওসি মোঃ আব্দুল হাদি বিদায়বেলায় যা বললেন চট্টগ্রামে সিআরএ ‘সম্মাননা স্মারক’ পেলেন কালের কণ্ঠের সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু সড়ক দুর্ঘটনা এঁড়াতে চানপুর ব্রিজ এলাকায় রাস্তা সংস্কার, ফুটওভার ব্রিজ হচ্ছে ফুলপুর হাসপাতালের সামনে

দীনের দাঈ বনতে হলে যেসব গুণ অর্জন করতে হবে

Reporter Name / ১০৬ Time View
Update : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

মো. আব্দুল মান্নান

দীনের খাটি দাঈ বনতে হলে ৭টি খাস সিফাত অর্জন করতে  হবে। এগুলো হলো, ১. উম্মতের মুহাব্বত, ২. নিজের সংশোধনের জন্য দাওয়াত দেওয়া, ৩. জান-মাল ও সময় কুরবানির জযবা, ৪. বাহাদুরি ও বড়াই -এর পরিবর্তে আযিযি ও ইনকেসারী পয়দা হওয়া, ৫. লোকেরা না মানলেও নিরাশ না হওয়া, ৬. অন্যের পক্ষ থেকে কষ্ট পেলে সবুর করা, ৭. প্রত্যেক নেক আমলের পর ইস্তেগফার পড়া।

এছাড়া দাঈর জন্য আরও ৭টি বিশেষ গুণ অর্জন করা প্রয়োজন। সেগুলো হলো, ১. দাঈকে পাহাড়ের মত অটল থাকতে হবে, ২. আকাশের মত উদার হতে হবে, ৩. মাটির মত নরম হতে হবে, ৪. সূর্যের মত দাতা হতে হবে, ৫. উটের মত ধৈর্য্যশীল হতে হবে, ৬. ব্যবসায়ীদের মত হেকমত থাকতে হবে এবং ৭. কৃষকের মত থাকতে হবে হিম্মত।

‘ছয় নম্বর ও ঈমান আমলের বয়ান’ কিতাবে দাঈদের আরও কিছু সিফাত বলা হয়েছে। যেমন – ১. তুমি জুড়ে থাকো, যে তোমাকে কাটে, ২. তুমি ক্ষমা করো, যে তোমার উপর জুলুম করে, ৩. যেখানে তোমার ইজ্জতের জায়গা সেখানে তুমি পিছিয়ে থাক ও ৪. যেখানে যিল্লতের জায়গা সেখানে নিজেকে আগে রাখো।

এসব গুণ অর্জন করতে পারলে দীনের দাঈ বনা যাবে। আল্লাহ তায়ালা আমাদেরকে তাওফীক দান করুক।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা