আজ
|| ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
রমজানের শুরু থেকে অদ্যাবধি ২ টাকায় ইফতার বিলিয়ে যাচ্ছে ‘ফুলপুর পরিবার’
প্রকাশের তারিখঃ ৩১ মার্চ, ২০২৪
মো. আব্দুল মান্নান
বরাবরের ন্যায় এবারো পবিত্র রমজানের শুরু থেকে অদ্যাবধি নামকা ওয়াস্তে মাত্র ২ টাকায় ইফতার বিলিয়ে যাচ্ছে 'ফুলপুর পরিবার' নামে একটি সমাজসেবামূলক সংগঠন।
কিছু নওজোয়ান ও স্কুল কলেজ মাদরাসা শিক্ষার্থীর সমন্বয়ে গঠিত ওই সংগঠনের নেতৃবৃন্দ প্রতিনিয়ত গরিব অসহায়দের খুঁজে বের করে তাদের মাঝে এসব ইফতার বিলাচ্ছেন।

তাদের সমাজসেবামূলক এ কাজ দেখে অনেকে মুগ্ধ হন ও তাদেরকে অ্যাপ্রিশিয়েট করে তাদের পাশে থাকেন। আজ রবিবার (৩১ মার্চ) ২০তম রোজায় জাকির হাসান (কুয়েত সিটি)-এর সৌজন্যে তারা উপজেলার পয়ারী জামালুল উলূম মাদরাসায় ইফতার বিতরণ করেন। এমবিট নেটওয়ার্কিং সবসময়ই তাদেরকে পানি সরবরাহ করছে। আজ ইফতার বিতরণের সময় তাদের সাথে উপস্থিত ছিলেন, রামভদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আশিকুর রহমান।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.