আজ
|| ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
অনেক খুঁজেছি বন্ধু এমন
প্রকাশের তারিখঃ ২৮ মার্চ, ২০২৪
এডভোকেট রফিকুল ইসলাম আধার
অনেক খুঁজেছি বন্ধু এমন,
' আয়না' আর 'ছায়া'র প্রতিভু যেমন।
যদি বন্ধু পেতাম এমন
যেনো মিথ্যে কথনে আকন্ঠ অনভ্যস্ত আয়না,
কিংবা বিচ্ছেদে অনভ্যস্ত ছায়া ; অবিকল অবিচল নিত্যসঙ্গী
মন বুঝে, কেবল বুঝে না মনুষ্য প্রতারণা।
এমন বন্ধু মিলে না - এ জগতে মিলে না
যাপিত জীবনে - অন্তরঙ্গ অনুরাগের স্ফূরণে,
বরং বন্ধুহীন বন্ধু অরণ্যে
নির্বিচারে গলাকাটা লাশ হই ক্ষণে ক্ষণে।
কবি : বিশিষ্ট সাংবাদিক ও শেরপুর প্রেসক্লাবের সভাপতি
* অনলাইন থেকে সংগৃহীত।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.