আজ
|| ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
স্বাধীনতা দিবসে পঙ্গু হযরত আলী পেল জীবন চলার পাথেয়
প্রকাশের তারিখঃ ২৬ মার্চ, ২০২৪
মো. আব্দুল মান্নান
ময়মনসিংহের ফুলপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ববরণকারী হযরত আলী পেল জীবন চলার পাথেয়। ফুলপুর প্রেসক্লাবের একাংশের উদ্যোগে মঙ্গলবার (২৬ মার্চ) সন্ধ্যায় পৌরসভার বালিয়া মোড়ে পঙ্গু ও অসহায় হযরত আলীকে কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র্যমুক্ত জীবন উপহার দেওয়ার লক্ষ্যে আতিক মটরস্ -এর সৌজন্যে একটি মুদি দোকান প্রদান করা হয়।

হযরত আলীর হাতে দোকানের চাবি তুলে দেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলাম। এসময় সংক্ষিপ্ত বক্তব্যে হিরো মটরস্ -এর ডিলার আতিকুর রহমান বলেন, প্রায় ৩ বছর পূর্বে একটি সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক হযরত আলী পঙ্গুত্ববরণ করেন। এ ঘটনায় দুজন শিশু সন্তান রেখে তার স্ত্রী তাকে পরিত্যাগ করে চলে যায়। এতে বিপাকে পড়েন পঙ্গু হযরত আলী। কিন্তু কিচ্ছু করার নেই। ভাগ্যের লেখা যায় না দেখা, যায় না কভু জানা। কষ্টে কষ্টেই যাচ্ছিল তার দিন। পরে হঠাৎ বিষয়টি ফুলপুর প্রেসক্লাবের একাংশের সাংবাদিক সমাজকর্মী ব্যবসায়ী আতিকুর রহমান আতিকের নজরে পড়লে তিনি উপজেলা নিবার্হী অফিসারের সাথে আলোচনা করে তার কর্মসংস্থানের ব্যবস্থা করেন।
উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলাম পঙ্গু হযরত আলীর হাতে দোকানের চাবি তুলে দেওয়ার সময় তার সাথে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হুমায়ুন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা ফারুক আহমেদ,

উপজেলা সমাজসেবা কর্মকর্তা শিহাব উদ্দিন খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশীষ কর্মকার, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা আবুল বাশার রাজন, ফুলপুর প্রেসক্লাবের একাংশের সভাপতি নাজিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক প্রমুখ।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.