আজ
|| ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
নানা কর্মসূচির মধ্য দিয়ে ফুলপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
প্রকাশের তারিখঃ ২৬ মার্চ, ২০২৪
মো. আব্দুল মান্নান
নানা কর্মসূচির মধ্য দিয়ে ময়মনসিংহের ফুলপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষে শহীদদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে। আজ মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে শেরপুর রোড মোড়ে ভাষা সৈনিক এম শামসুল হক চত্বরে মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে ওই পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। ফুলপুর উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা প্রশাসন, পৌরসভা, ফায়ার সার্ভিস, মুক্তিযোদ্ধা সংসদ, আনসার-ভিডিপি, হাসপাতাল, সাব-রেজি: অফিস, উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠন, বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন, ফুলপুর সরকারি কলেজ, ফুলপুর মহিলা ডিগ্রি কলেজ, ফুলপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসা, ফুলপুর মহিলা কামিল মাদরাসা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি বেসরকারি সংস্থা ও সংগঠনসহ সর্বস্তরের মানুষ ওই পুষ্পস্তবক অর্পণে অংশ নেয়। পুষ্পস্তবক অর্পণশেষে শহীদদের স্মরণে দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, মেয়র মি. শশধর সেন, সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) মো. আতাহারুল ইসলাম তালুকদার, ফুলপুর থানার ওসি মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, উপজেলা আওয়ামী লীগ নেতা সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান, সাবরেজিস্ট্রার অফিসার স্বপ্না বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডা. হুমায়ুন কবির, ফুলপুর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা শামছ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
এরপর সবুজমেলা মাঠে বিভিন্ন স্কুল কলেজ, মাদরাসা, পুলিশ, আনসার ভিডিপি ও স্কাউটদের অংশ গ্রহণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, সালাম গ্রহণ, কুচকাওয়াজ প্রদর্শন ও পুরষ্কার বিতরণ করা হয়। দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হবে। এছাড়া বিভিন্ন মসজিদ মাদরাসায় দোয়া ও আলোচনা সভাসহ দিবসটি উদযাপন উপলক্ষে দিনব্যাপী আরও নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.