আজ
|| ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
২৫ মার্চের স্মৃতিচারণ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার
প্রকাশের তারিখঃ ২৫ মার্চ, ২০২৪
মো. আব্দুল মান্নান
গণহত্যা দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে ময়মনসিংহের ফুলপুর আইডিয়াল কলেজ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে ২৫ মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার।
আজ সোমবার (২৫ মার্চ) ফুলপুর আইডিয়াল কলেজে ওই স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় ২৫ মার্চ ভয়াল কালো রাত্রি থেকে শুরু করে ৭১ -এর নয় মাস মুক্তিযোদ্ধাদের কি ভূমিকা ছিলো, কিভাবে আমরা একটি লাল পতাকা পেয়েছিলাম এরই একটি বিষদ বর্ণনা দিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার। এসময় কলেজের সভাপতি নাহিদ নিগার সুলতানা, ফুলপুর আইডিয়াল কলেজের শিক্ষক-শিক্ষার্থী প্রমুখ উপস্থিত ছিলেন।
সবশেষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকারকে কলেজের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।

Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.