মো. আব্দুল মান্নান
ময়মনসিংহের ফুলপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমানের বাবা সিংহেশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমির উদ্দিন সরকারের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।
আজ শনিবার (২৩ মার্চ) বেলা সাড়ে তিনটার দিকে সঞ্চুর প্রাইমারি স্কুল মাঠে তার নামাজে জানাজা সম্পন্ন হয়।

জানাজায় হাজারো মানুষের ঢল নামে। জানা যায়, আজ শনিবার ভোর রাত ৪টার দিকে উপজেলার সঞ্চুর গ্রামে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। পরে বিকাল সাড়ে তিনটার দিকে সঞ্চুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলাম, ফুলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. ফজলুল হক, মেয়র মি. শশধর সেন, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান-২ গ্রামাউসের নির্বাহী পরিচালক আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগের সদস্য মনিরুল হাসান টিটু, তারাকান্দার বালিখাঁ ইউনিয়নের চেয়ারম্যান শামছুল আলম খান, তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়া সরকার, নকলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ, জামিয়া আরাবিয়া আশরাফুল উলূম বালিয়ার মুহতামিম মাওলানা ওয়াইজ উদ্দিন, পরিবারের পক্ষ থেকে মরহুমের সুযোগ্য পুত্র উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। এসময় হাজারো মুসল্লী উপস্থিত ছিলেন। জানাজায় ইমামতি করেন মরহুমের ভাতিজা মুফতী মোজাম্মেল হক। জানাজাশেষে তাকে মসজিদের পাশে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।