আজ
|| ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
নিজ এলাকায় ফুলেল সংবর্ধনায় সিক্ত হলেন নবনির্বাচিত এমপি সাংবাদিক নেতা ফরিদা ইয়াসমিন
প্রকাশের তারিখঃ ২২ মার্চ, ২০২৪
মো. আব্দুল মান্নান
নরসিংদীর রায়পুরায় নিজ এলাকায় ফুলেল সংবর্ধনায় সিক্ত হলেন সংরক্ষিত আসন থেকে নির্বাচিত এমপি ফরিদা ইয়াসমিন।
বুধবার (২০ মার্চ) এলাকায় গিয়ে পৌঁছলে উপজেলার সর্বস্তরের মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান। তার সংসদীয় আসনের আবাল বৃদ্ধ বণিতা সবাই তাকে সাদরে গ্রহণ করেন। জানা যায়, মহান জাতীয় সংসদের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এই প্রথম তিনি তার নিজ জন্মস্থান রায়পুরায় যান।

সেখানে যাওয়ার পর আনুষ্ঠানিকভাবে তিনি একটি বৈঠকে যোগদান করেন। এটি ছিল উপজেলা সমন্বয় কমিটির বৈঠক। ওই বৈঠকে ৭ বারের নির্বাচিত এমপি রাজিউদ্দিন আহমেদ রাজু , উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী, প্রশাসনের সকল কর্মকর্তা ও সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা তাকে ফুল দিয়ে সংবর্ধনা জানান।
এছাড়া উপজেলা কমপ্লেক্সে যাওয়ার পথে পথে সর্বস্তরের মানুষ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও মতবিনিময় করেন। নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক নেতা ফরিদা ইয়াসমিন বলেন, এমপি হিসেবে শপথ গ্রহণের পর এই প্রথম এলাকায় গেলাম। সেখানে যাওয়ার পর উপজেলা কমপ্লেক্সে পৌঁছে প্রথমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাই। এরপর উপজেলা সমন্বয় কমিটির এক বৈঠকে অংশ নেই। এসময় নবনির্বাচিত এমপি ফরিদা ইয়াসমিন এলাকার মানুষের সাথে খোলামেলা কথা বলেন ও তাদের সমস্যা শুনে উহা পূরণের আশ্বাস দেন।

এর আগে এমপি এলাকায় গিয়ে পৌঁছলে শত শত নেতাকর্মী ভাস্কর অলি মাহমুদের নেতৃত্বে মোটরসাইকেল বহর নিয়ে এগিয়ে গিয়ে তাকে ঢাকা-সিলেট মহাসড়ক থেকে রায়পুরা উপজেলায় নিয়ে আসে। এরপর রায়পুরা প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব ও সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ সবাই তাকে বরণ করে নেন।

Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.