আজ
|| ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী নিহত
প্রকাশের তারিখঃ ১৩ মার্চ, ২০২৪
মো. আব্দুল মান্নান
ময়মনসিংহের গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় জাহিদ হাসান (২১) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। আজ বুধবার (১৩ মার্চ) দুপুরে গফরগাঁও টু ভালুকা আঞ্চলিক মহাসড়কে উপজেলার দক্ষিণ পুখুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহিদ উপজেলার যশরা ইউনিয়নের খোদাবক্সপুর গ্রামের বোরহান উদ্দিনের পুত্র।
জানা যায়, জাহিদ টেস্ট পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে দ্রুতগতির একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
জাহিদ গফরগাঁও আলতাফ হোসেন গোলন্দাজ ডিগ্রি কলেজের ছাত্র। তিনি ওই কলেজ থেকে টেস্ট পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিলেন। বিষয়টি ওই কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আরশাদ আহমেদ আসাদ নিশ্চিত করেন।নিহতের চাচাতো বোন ইয়াছমিন আক্তার বলেন, আমরা একই কলেজে পড়াশোনা করি। সে টেস্ট পরীক্ষা দিয়ে দুপুর ১২টার দিকে কলেজ থেকে বের হয়। এরপর মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে গফরগাঁও-ভালুকা সড়কে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই জাহিদের মৃত্যু হয়।
গফরগাঁও থানার ওসি শাহীনুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জাহিদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.