আজ
|| ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ফুলপুরে মিক্সচার মেশিনে আঙুল ঢুকে এক শিশু আহত
প্রকাশের তারিখঃ ১২ মার্চ, ২০২৪
মো. আব্দুল মান্নান
ময়মনসিংহের ফুলপুরে মিক্সচার মেশিনে আঙুল ঢুকে সাফওয়ান (৭) নামে এক শিশু আহত হয়েছে। সোমবার (১১ মার্চ) বিকালে আঞ্জুমান সুপার মার্কেটের পেছনে পৌরসভার পুরাতন ডাকবাংলায় এ ঘটনা ঘটে।
সাফওয়ান ইসলামিক বক্তা ঢাকা বারিধারায় এক মসজিদের সাবেক ইমাম হাফেজ মাওলানা মো. আব্দুল্লাহ আল ফাহাদের পুত্র। তারা আগে ঢাকা বারিধারায় থাকতেন। সাফওয়ান ওখানের এক মাদরাসার নাজেরা বিভাগের শিক্ষার্থী।

তারা কেবল ঢাকা থেকে এসে পুরাতন ডাকবাংলায় আজিজুর রহমানের বাসায় ভাড়ায় থাকেন। বাসস্ট্যান্ডের মতি মার্কেটে তাদের বোরকার দোকান আছে। এখন নতুন করে এর পাশে জুতার দোকান শুরু করতে যাচ্ছেন মাওলানা ফাহাদ।
এমতাবস্থায় বিকালে খেলতে বের হয়ে সাফওয়ান হঠাৎ দুর্ঘটনার শিকার হয়। আঞ্জুমান সুপার মার্কেটের পুরান জং ধরা একটি মিক্সচার মেশিন যা দীর্ঘদিন ধরে মাটিতে পড়ে আছে, ওটা হাতে ধরে ঘুরাতে গিয়ে মেশিনের দাঁতের ফাঁকে আটকে যায় তার ডান হাতের আঙুল। এতে আনুমানিক দুটি আঙুল কেটে গেছে বলে জানা গেছে। এসময় সাফওয়ানের খেলার সাথীরা অনেকেই সেখানে উপস্থিত ছিল।

ওরা সাইকেল নিয়ে খেলা করছিল। কেউ বা এলোপাতাড়ি দৌড়াদৌড়ি করছিল। পরে খবর পেয়ে সাফওয়ানকে উদ্ধার করা হয় এবং তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ব্যাপারে সোমবার সন্ধ্যায় জানতে চাইলে সাফওয়ানের বাবা বিশিষ্ট ওয়ায়েজ বিভিন্ন মাহফিলের প্রধান বক্তা হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল ফাহাদ বলেন, আমি বাসায় ছিলাম না। আমার আহলিয়ার ফোন পেয়ে বাসায় এসে দেখলাম এ অবস্থা। এখন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছি। সবাই তার জন্য দোয়া করবেন। এসময় সাফওয়ানের আম্মু সাথে ছিলেন। মাওলানা ফাহাদ আরও বলেন, ছোট শিশুদের ব্যাপারে আমাদের অভিভাবকদের আরও সচেতন হতে হবে। ওরা কোথায় যায়, কি খেলে, কোথায় খেলে? এগুলো তদারকি করা প্রয়োজন। তা নাহলে আমাদের সাফওয়ানের মত যে কারো বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে। আল্লাহ তায়ালা সবাইকে হেফাজত করুক।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.