এ উপলক্ষে পত্রিকার কেন্দ্রীয় অফিসে সপ্তাহব্যাপী জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পত্রিকাটির বর্ষপূর্তি ১৫ মার্চ। এ উপলক্ষে ৯ মার্চ রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় প্রতিদিনের কার্যালয়ে কেক কেটে আয়োজনের সূচনা করা হয়। সম্পাদক নঈম নিজামকে সাথে নিয়ে কেক কেটে আয়োজনের সূচনা করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাতীয় সংসদ সদস্য এস এম কামাল হোসেন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বসুন্ধরা গ্রুপের পরিচালক আহমেদ ইবরাহীম সোবহান, মাগুরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আজাদ মহিউদ্দিন, কালের কণ্ঠের প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন, সংসদ সদস্য আবুল কালাম আজাদ, ডেইলি সানের প্রধান সম্পাদক এনামুল হক চৌধুরী, সম্পাদক রেজাউল করিম লোটাস, নিউজ টুয়েন্টিফোরের নির্বাহী সম্পাদক রাহুল রাহা প্রমুখ। এ পত্রিকার সম্পাদক নঈম নিজামের সহধর্মিণী ফরিদা ইয়াসমিন সনামধন্য একজন সাংবাদিক নেত্রী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও বর্তমানে সংরক্ষিত আসনের জাতীয় সংসদ সদস্য।
প্রথিতযশা কিংবদন্তি সাংবাদিক নঈম নিজামের সুদক্ষ পরিচালনায় ও একদল ট্যালেন্ট, স্মার্ট এবং নিবেদিত প্রাণ রুচিশীল সাংবাদিকের অক্লান্ত পরিশ্রমে পত্রিকাটি আজ সারা দেশে সর্বস্তরের মানুষের প্রিয় পত্রিকায় পরিণত হয়েছে। এটি বসুন্ধরা মিডিয়া লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট নং- ৩৭১/এ, ব্লক- ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা থেকে প্রকাশিত এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্লট নং- সি/৫২, ব্লক- কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ ও কালিবালা দ্বিতীয় বাইপাস রোড, বগুড়া থেকে মুদ্রিত।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের বিভিন্ন জেলা উপজেলায় এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হচ্ছে।
এ উপলক্ষে ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এ পত্রিকায় যারা বিভিন্ন দায়িত্বে আছেন ও এতে কাজ করেন বিশেষ করে তাদের মাঝে যেন আনন্দের ঢেউ বয়ে যাচ্ছে।
এ পত্রিকার একজন নগন্য খাদেম হিসেবে আমিও খুব প্রাউড ফীল করছি। আমি প্রিয় এ পত্রিকার সর্বাঙ্গীণ সফলতা কামনা করছি এবং এর সাথে যারা যেখানেই যেভাবেই জড়িত আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।