আজ
|| ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ফুলপুরে উপনির্বাচনে ইউপি সদস্য পদে তালা প্রতীকের জয়
প্রকাশের তারিখঃ ৯ মার্চ, ২০২৪
মো. আব্দুল মান্নান
ময়মনসিংহের ফুলপুরে ৭ নং রহিমগঞ্জ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে উপনির্বাচনে তালা প্রতীকের প্রার্থী ফিরুজ আহমেদ ৮১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিউবওয়েল প্রতীকের প্রার্থী হারেজ আলী পেয়েছেন ৫৭৮ ভোট। এছাড়া মোরগ প্রতীকের প্রার্থী মুর্শেদ আলী ৩৬২ ও ফুটবল প্রতীকের প্রার্থী শফিকুল ইসলাম ২২ ভোট পেয়েছেন। ২২ ভোট পাওয়ায় শফিকুলের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
জানা যায়, ২০২৩ সনের ১২ জুন হার্টের সমস্যাজনিত রোগে আক্রান্ত হয়ে ইউপি সদস্য রফিকুল ইসলাম মারা গেলে পদটি শূন্য হয়। তিতপুর, ধীতপুর, সুতিয়া পয়ারী ও সোলাখালীসহ মোট ৪টি এলাকার ৩ হাজার ৭০ জন ভোটারের মধ্যে ১ হাজার ৮৬২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। পরে বিকাল ৫টায় এ ফলাফল ঘোষণা করা হয়।

এতে রিটার্নিং অফিসার পদে দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান আর প্রিজাইডিং অফিসার পদে দায়িত্ব পালন করেন কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামু। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোটগ্রহণ সম্পন্ন হয়। সার্বিক দায়িত্বে ছিলেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. বি. এম. আরিফুল ইসলাম। ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিলুফা আক্তার। এসময় ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. বি. এম. আরিফুল ইসলাম এবং ওসি মাহবুবুর রহমান তার সাথে ছিলেন।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.