আজ
|| ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
নারী দিবসের শুভেচ্ছা
প্রকাশের তারিখঃ ৮ মার্চ, ২০২৪
অরুনিমা কাঞ্চি সুপ্রভা শাওন
আজ বিশ্ব নারী দিবস ২০২৪।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একজন নারী কর্মকর্তা হিসেবে সকলকে জানাই বিশ্ব নারী দিবসের শুভেচ্ছা।
শুভেচ্ছা জানাই সেই সব মহাপ্রাণকে যাদের জন্য প্রতিটি নারীর জীবন কঠিন না হয়ে, হয়ে উঠেছে সহজ।
শুভেচ্ছা জানাই সকল উদারমনা পিতা, মাতা, ভাই, বোন, স্বামী, শ্বশুর, শ্বাশুড়ি, ননদ, দেবর এবং অন্যান্য আত্মীয় স্বজনকে যাদের জন্য নারী পরিবার ও কর্মস্থলে সফল।
এবং সেই সাফল্য পারিপার্শ্বিক সকলের জন্য গর্বের। শুভেচ্ছা জানাই সকলকে। শুভেচ্ছা জানাই সকল অভিভাবককে যাদের কাছে কন্যা মানেই বোঝা নয়, সম্পদ।
শুভেচ্ছা জানাই সবাইকে যাদের কাছে নারীর অবস্থান সন্মানের, শ্রদ্ধার ও ভালোবাসার।।
লেখক :
উপজেলা কৃষি অফিসার
তারাকান্দা, ময়মনসিংহ।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.