আজ
|| ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বর্ষীয়ান আলেমে দীন ড. মাওলানা লুৎফুর রহমান আর নেই
প্রকাশের তারিখঃ ৩ মার্চ, ২০২৪
অনলাইন ডেস্ক
বর্ষীয়ান আলেমে দীন ও দায়ী ইলাল্লাহ ড. মাওলানা লুৎফুর রহমান আর নেই। তিনি আজ রবিবার (৩ মার্চ) বেলা ২টা ৫৪ মিনিটের সময় ঢাকায় ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার ছোট ছেলে আবু সালমান মোহাম্মদ আম্মার গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেন।
মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ৫ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানা যায়, ড. লুৎফুর রহমান ১৪ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে লক্ষীপুরের রামগঞ্জ উপজেলায় উনার নিজ বাড়িতে ব্রেন স্ট্রোক করেন। পরে তাকে লক্ষীপুর আধুনিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় রেফার করা হয়।
পরে ১৬ ফেব্রুয়ারি তার অপারেশন হলে এরপর থেকে আর জ্ঞান ফিরেনি।
জানা যায়, তিনি রাজখালী আলিয়া মাদরাসার অধ্যক্ষ ছিলেন। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এ মুফাসসিরে কুরআন রামগঞ্জ আসন থেকে দুইবার সংসদ নির্বাচনও করেছিলেন।
আল্লাহ তায়ালা তাকে জান্নাতে আলা মাক্বাম দান করুক।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.