আজ
|| ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
অনবরত পানি জমে থেকে নষ্ট হচ্ছে হালুয়াঘাটের ইটাখলা টু আলিশা বাজার পাকা সড়ক
প্রকাশের তারিখঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২৪
মো. আব্দুল মান্নান
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ৮নং নড়াইল ইউনিয়নের ইটাখলা টু আলিশা বাজার পাকা সড়কটিতে বিভিন্ন জায়গায় পানি জমে থেকে সড়কটি নষ্ট হয়ে যাচ্ছে। একবার বৃষ্টি হলে বহুদিন পর্যন্ত ওই বৃষ্টির পানি জমে থাকে। আর ওই জায়গাগুলোতে ট্রাক বা ট্রলি জাতীয় ভারি যানবাহনের চাপ পড়লে তো কথাই নেই। ভেঙে যাচ্ছে এ কারণে অনেক পাকা সড়ক।
সরেজমিন গিয়ে দেখা যায়, ইটাখলা টু আলিশা বাজার পাকা সড়কে মরহুম জসিম উদ্দিন মোড়ল বাড়ির সামনে, মরহুম আব্দুল জব্বার জবর আলীর বাড়ির সামনে ও মরহুম মেরাজ আলী মুন্সি বাড়িসহ বিভিন্ন বাড়ির সামনে ঢালু জায়গায় সড়কে পানি জমে রয়েছে।

ওই জায়গাগুলো তুলনামূলক একটু নিচু ও ঢালু। ওখানে ছোটখাটো রিকশা, মোটরসাইকেল বা অটোরিকশা জাতীয় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। উল্টে যায়। কখনো দুর্ঘটনা ঘটে। কখনো দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হয়। পাশ দিয়ে কোন ভদ্রলোক হাঁটতে থাকলে ওখান থেকে ময়লাযুক্ত পঁচা পানি ছিটকে এসে শরীরে পড়ে। জুতা কাপড় চোপড় ভিজে যায়।
সারা বছর এ অবস্থা চলতে থাকায় বাড়ছে পথচারীদের দুর্ভোগ ও ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকারি সড়ক।
এ থেকে উত্তরণের জন্য উচিৎ যে যে জায়গায় এ ধরনের ভাঙনের সৃষ্টি হয়েছে তা সঙ্গে সঙ্গে মেরামত করে নেওয়া। তা নাহলে সড়কটি আরও বড় ধরনের ক্ষতির সম্মুখীন হওয়াসহ বাড়বে জনদুর্ভোগ।
১৪৬, ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের এমপি মাহমুদুল হক সায়েমসহ সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.