আজ
|| ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ফুলপুরে জলাবদ্ধতা নিরসনকল্পে এলাকা পরিদর্শন
প্রকাশের তারিখঃ ১৯ ফেব্রুয়ারি, ২০২৪
মো. আব্দুল মান্নান
ময়মনসিংহের ফুলপুরে জলাবদ্ধতা নিরসনকল্পে ধরমপুরী বিল এলাকা পরিদর্শন করলেন কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামু। উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলামের দিক নির্দেশনায় আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে তিনি ওই এলাকা পরিদর্শনে যান। জানা যায়, সিংহেশ্বর ইউনিয়নের কুটুরাকান্দা মালিঝি নদীর পাড় সংলগ্ন ধরমপুরী বিল অবস্থিত। এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামু বলেন, ওখানে প্রায় সাড়ে ৯শ একর জমি জলাবদ্ধতার শিকার। আশপাশ এলাকায় যে হারে ধান হয় সে হিসেবে প্রতি মৌসুমে এতে প্রায় সাড়ে ৬ কোটি টাকার ধান হতে পারে। কিন্তু জলাবদ্ধতার কারণে কৃষকরা তা থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি ওখানে পরিদর্শনে গেলে প্রায় ৪০জন কৃষক এসে সমবেত হন। তারা বলেন, বিগত কয়েক বছর ধরে ধরমপুরী বিলের পানি নিষ্কাশনের জন্য আমরা সম্মিলিত উদ্যোগে ৬৫০ ফুট ৫ ইঞ্চি পাইপ বসিয়ে ওই পাইপের মাধ্যমে জমা পানি মালিঝি নদীতে সরিয়ে কোনোমতে ফসল করে যাচ্ছি। এতে কাঙ্ক্ষিত ফসল আমরা পাচ্ছি না।
সম্প্রতি আসন্ন আমন ফসলকে সামনে রেখে ওই এলাকার কৃষকরা উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলামের নিকট ওই জলাবদ্ধতা নিরসনের জন্য একটি আবেদন করলে তিনি উহা পরিদর্শন করে রিপোর্ট দেওয়ার জন্য কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামুকে দায়িত্ব দেন।
এরপর কামু আজ সরেজমিনে এলাকাটি পরিদর্শন করেন। তিনি বলেন, সঠিক উদ্যোগ নিলে কৃষকরা উপকৃত হবেন। আমি এলাকা পরিদর্শন করে কৃষকদের সাথে কথা বলেছি। ওই জলাবদ্ধতা নিরসনে ১২ ইঞ্চি বসিয়ে হোক বা কোন ড্রেন নির্মাণ করে হোক যে কোন সিদ্ধান্ত বাস্তবায়নে তাদের পক্ষ থেকে যে ছাড়ের প্রয়োজন পড়বে তা তারা দিতে সম্মত রয়েছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলামের নিকট জানতে চাইলে তিনি বলেন, কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হন সে ব্যবস্থাই নেওয়া হচ্ছে। কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামুকে ওই স্পটটি পরিদর্শনে পাঠিয়েছিলাম। তিনি পজিটিভ রিপোর্ট দিয়েছেন। বিষয়টি সচক্ষে দেখার জন্য ইঞ্জিনিয়ারকে সাথে নিয়ে আমি নিজেও শীঘ্রই ওই এলাকা পরিদর্শন করবো। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, ইনশাআল্লাহ।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.