আজ
|| ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ফুলপুরে প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৪
মো. আব্দুল মান্নান
ময়মনসিংহের ফুলপুরে প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফুলপুর প্রেসক্লাবের সভাপতি (পদাধিকারবলে) উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলাম। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবীর মুকুলের সঞ্চালনায় ও কোষাধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নানের কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভার কাজ শুরু হয়। এতে স্বাগত: বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলাম। তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য উপজেলার সংবাদকর্মীদের প্রতি আহ্বান জানান।
এসময় আরও বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক হুমায়ূন কবীর মুকুল, সিনিয়র সহ-সভাপতি নূরুল আমিন, কোষাধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নান, সাংবাদিক সেকান্দর আলী, সাংবাদিক এ টি এম রবিউল করিম, সাংবাদিক রফিকুল ইসলাম, সাখাওয়াত হোসেন প্রমুখ।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.